গ্যাস বেলুনের নামে একধরণের হাইড্রোজেন গ্যাস বোমা

মাহবুব রহমান ঃ শিশুদের মনোরঞ্জনের জন্য অবাধে বিক্রি করা হচ্ছে গ্যাস বেলুনের নামে একধরণের হাইড্রোজেন গ্যাস বোমা।বিভিন্ন কার্টুনের অবয়বে বানানো প্লাস্টিকের বেলুন হওয়াই শিশুরা খুব সহজেই আকৃষ্ট হচ্ছে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় বেলুন বিস্ফোরণ হয়ে বেশ কয়েকজন শিশু মারাত্মকভাবে আহত হয়েছে।
জানা গফরগাঁও পৌরশহরে আন্দশ শিশু নিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্রী সাবিহা(১০) বেলুন কেনার সময় তীব্র রোদে বিস্ফোরণ হলে মুখ এবং মাথার চুল পুড়ে যাওয়া মারাত্মকভাবে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছে।
শুধু হিলিয়াম গ্যাস দিয়ে এই বেলুন তৈরির কথা থাকলেও এই বেলুনে ব্যবহƒত হচ্ছে হাইড্রোজেন গ্যাস । হিলিয়াম গ্যাস বাতাসের চেয়ে হালকা । প্রতি লিটার বাতাসের ওজন ১২৫ গ্রাম । অন্যদিকে প্রতি লিটার হিলিয়াম গ্যাসের ওজন মাত্র ০১৮ গ্রাম । হিলিয়াম গ্যাস বাতাসের চেয়ে হালকা থাকার কারণে বেলুন বাতাসে ভাসে । হিলিয়াম গ্যাসের দাম একটু বেশি হওয়ায় কম খরচের বেলুনে ঢুকানো হচ্ছে হাইড্রোজেন গ্যাস । খোঁজ নিয়ে জানা গেছে, এই গ্যাস অবৈধভাবে নিজেরাই তৈরি করছেন বেলুন ব্যবসায়ীরা ।
বিশেষজ্ঞদের মতে এটা গ্যাস বেলুন নয়, শিশুদের হাতে তুলে দেয়া হচ্ছে এক প্রকার বোমা । যেকোনও ধরনের তাপে এটা বিস্ফোরণ হতে পারে । আগুনও হতে পারে, সূর্যের আলোও হতে পারে। মোট কথা গরম পেলেই হাইড্রোজেন বিক্রিয়া করা শুরু করবে।
খুব দ্রæত এই বিপদজনক বেলুন বিক্রি বন্ধে প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি।