ঘূর্ণিঝড় আম্পানের এই দুর্যোগকালীন সময়ে করনীয়

লাইফস্টাইল ডেস্কঃ শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘর-বাড়ি, গাছ-ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও নদীর পানি বেড়ে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এই অবস্থায় কয়েক লাখ লোক নিজের বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে।

যারা এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন বা ধীরে ধীরে বাড়িতে ফিরতে শুরু করবেন। তারা এখন আম্পানের ক্ষতি পুষিয়ে নিয়ে যেভাবে স্বাভাবিক হতে চেষ্টা করবেন:

• প্রথমেই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন, সাবধানতা অবলম্বন করুন
• সংবাদে বা মাইকিং করে স্থানীয় প্রশাসন থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়, সেগুলো মেনে চলুন

• ঝুঁকি নিয়ে বাইরে যাবেন না
• করোনার এই সময়ে চেষ্টা করুন শারীরিক দূরত্ব বজায় চলতে এবং মাস্ক ব্যবহার করতে

• ঝড়ের পরে সরকারি বা এনজিও-র সাহায্যের জন্য অপেক্ষা না করে, নিজেরাই কাজ শুরু করতে হবে
• এলাকার তরুণরা মিলে কয়েকটা দল করে নিলে পুরো এলাকায় কাজ করা সহজ হয়

• রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, হাঁটা চলার সময় সাবধানে থাকতে হবে

• যে গাছপালা ভেঙে পড়ে, সেগুলো সরিয়ে রাস্তায় চলার ব্যবস্থা করতে হবে

• আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের বাড়িতে ফিরতে সাহায্য করা

• কারো বাড়ি ক্ষতিগ্রস্ত হলে, আত্মীয় বা প্রতিবেশীদের সাহায্যে এগিয়ে আসতে হবে
• গবাদি-পশু থাকলে নিরাপদে বাড়িতে নিয়ে আসুন

• সবার সহযোগিতা নিয়ে দরিদ্রদের অন্তত কয়েক দিন খেতে পারে এমন শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে

• কেউ আহত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা করুন

• অনেক এলাকায় বিদ্যুৎ নেই, বাড়িতে পর্যাপ্ত মোমবাতি রাখুন

• বন্যা দেখা দিলে নানা ধরনের রোগও দেখা দিতে পারে, খাওয়ার স্যালাইনসহ জরুরি কিছু ওষুধ আগেই এনে রাখুন
• কিছু শুকনা খাবার রাখুন বাড়িতে
• যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতে হবে।