চাইনিজ তাইপেকে গুঁড়িয়ে ইনডোর হকিতে সপ্তম বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা: চাইনিজ তাইপের বিরুদ্ধে ফেবারিটই ছিল বাংলাদেশ। ইনডোর এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে জিমি-সিটুলরা জিতলো ফেবাটিদের মতোই। আজ (শনিবার) থাইল্যান্ডের চুনবুরিতে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৯-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপেকে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৫-০ গোলে।

বাংলাদেশের দুটি করে গোল করেছেন আশরাফুল ইসলাম, মিলন হোসেন ও অধিনায়ক ফরহাদ আহমেদ সিটুল। জিমি, কৌশিক এবং খোরশেদুর রহমান করেছেন একটি করে গোল। এ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো ইনডোর হকিতে অংশ নিয়ে ১০ দেশের মধ্যে সপ্তম হয়ে ফিরছে।

এই টুর্নামেন্টে অংশ নেয়ার মধ্যে দিয়ে ইনডোর হকিতে এই প্রথম অভিষেক হলো লাল-সবুজ জার্সিধারীদের। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ ও ইরানের কাছে ৮-০ গোলে হারের পর বাংলাদেশ প্রথম জয় পায় ফিলিপাইনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে। চতুর্থ ম্যাচে লড়াই করে হেরেছে থাইল্যান্ডের কাছে ৩-১ গোলে।