চিরিরবন্দরে অভিনব কায়দায় অটো রিক্সা ছিনতাই

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরে গতকাল সোমবার বিকেল অভিনব কায়দায় মোঃ গোলাপ (৩০)নামে ব্যাটারী চালিত এক অটো রিক্সা চালককে যাত্রী বেসে বসে থাকা ছি^নতাই কারীরা অজ্ঞান করে অটো রিক্সা নিয়ে পালিয়ে গেছে। গোলাপ খানসামা উপজেলার পূর্ব হাসিমপুর গ্রামের মৃত মোঃ আইজুল ইসলামের ছেলে।
জানা গেছে, পাকেরহাট হতে চিরিরবন্দর ৪-৫ জন যাত্রী নিয়ে চিরিরবন্দরের বলাইবাজারের উদ্যেশ্যে রওয়ানা দেয় গোলাপ। পথে অটোচালককে বিভিন্ন ভালো কথার মাঝে পঠিয়ে তরল পানীয় টাইগারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারী দল।
বলাইবাজারের স্থানীয় লোকজন তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখলে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পকেটে কিছু প্রয়োজনীয় কাগজপত্র দেখে পরিচয় নিশ্চিত করে ইউপির সদস্য জহুরুল ইসলামকে খবর দেন।
মেম্বার খবর পেয়ে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও অটো বাইক কল্যাণ সোসাইটির সাধারন সম্পাদক মোঃ আবু তালহা চৌধুরীবে অবহিত করেন।
খবর পেয়ে শ্রমিক ইউনিয়নের বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে গোলাপকে অবচেতন অবস্থায় এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,খানসামা(পাকেরহাটে )ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত জ্ঞান ফিরবে কিনা তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।