চিলমারীতে বহুখাত ভিত্তিক পুষ্টি সংবেদনশীলতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বহুখাত ভিত্তিক পুষ্টি সংবেদনশীলতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আরডিআরএস বাংলাদেশ চিলমারী অফিস সভাকক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইকো কো-অপারেশন ও আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত সংঘ প্রকল্পের উদ্যোগে বহুখাত ভিত্তিক পুষ্টি সংবেদনশীলতা সৃষ্টির লক্ষ্যে প্রাইভেট সেক্টর, মিডিয়া, সুশীল সমাজ, শিক্ষক ও ধর্মীয় নেতাদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রমনা ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।
সভায় কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন সংঘ প্রজেক্টের উপজেলা সমন্বয়ক আহসানুল কবির। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শামীমা আকন্দ, সহকারী শিক্ষক এনামুল হক, রেডিও চিলমারী ষ্টেশন ইনচার্জ বশির আহমেদ, আনন্দ টিভি’র কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল প্রমুখ।