চেয়ারম্যানের থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।
বিষয়টি জেলা প্রশাসক পুলিশ সুপারকে জানানোর পর পুলিশ এ চক্রটিকে ধরতে তৎপরতা শুরু করেছে।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার সকালে তার সরকারি মোবাইল নম্বর থেকে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন করে বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলা হয়। সখীপুর ও বাসাইল উপজেলা চেয়ারম্যান প্রতারক চক্রের কাছে কিছু টাকা পাঠিয়েও দেন।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারীর কাছে টাকা চাওয়ার পর তার সন্দেহ হয়। পরে তিনি জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। তখন প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ যাতে প্রতারিত না হয় সেজন্য মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়টি সব উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন মহলে জানানো হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, জেলা প্রশাসক তার মোবাইল নম্বর ক্লোন করে টাকা আদায়ের বিষয়টি জানিয়েছেন। পুলিশ এই প্রতারক চক্রটিকে ধরতে সর্বাত্মক চেষ্টা করছে।