চৌগাছার উপ-নির্বাচনে চাচা ইন ভাতিজা আউট

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছা পৌরসভার চার নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোট যুদ্ধে চাচা-ভাতিজার মধ্যে খড়িঞ্চা দাখিল মাদ্রাসার শিক্ষিক মহিউদ্দিনকে ৩০০ ভোটে পরাজিত করে চাচা হারুন আর রশিদ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলমের নিয়ন্ত্রণে এবং প্রিজাইডিং অফিসার (যুব উন্নয়ন কর্মকর্তা) নাজিম উদ্দীনের দায়িত্বে সকাল আটটা থেকে চৌগাছা শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে উক্ত ওয়ার্ডের ভোট কার্যক্রম চলে। সূত্র জানায়, উপ-নির্বাচনে উক্ত ওয়ার্ডের ভোটার সংখ্যা ১ হাজার ৮৩৬। সকাল থেকে ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি। ভোট পড়েছেও কম। ব্যালট বক্সে মোট ৪৯৬ ভোট পড়ে। তন্মধ্যে বাতিল ভোটের সংখ্যা ছিলো চারটি। বাকি ৪৯২ ভোটের মধ্যে ৩৯৬ ভোট পেয়ে বোতল প্রতীকের প্রার্থী হারুন আর রশিদ কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন।