চৌগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পথসভা ও লিফলেট বিতরণ 

চৌগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পথসভা ও লিফলেট বিতরণ 
আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন,সুস্থ থাকুন এই প্রতিপাদ্য কে সামনে রেখে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা ও পৌরসভায় আজ সকাল ১০ টা থেকে পৌর শহরের বিভিন্ন স্থানে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। এই সময় ৯ টি টিম কাজ করে। পথসভায় উপজেলা নির্বাহী অফিসার নিজে হ্যান্ড মাইকে সচেতনতামূলক বক্তব্যের মাধ্যমে সাধারণ জনগণকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। তিনি বলেন, ডেঙ্গু জ্বর হয়ে থাকে এডিস মশার কামড়ে। আর এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় বেশি, ভোর বেলায় কামড়ায় বেশি। এই জন্য সকলেই মশারী টাঙিয়ে ঘুমাবেন। বিশেষ করে বাচ্চাদের ঘুম পড়াবেন মশারীর ভিতরে। আপনারা সকলেই সচেতন হবেন, কারণ সকলেই সচেতন না হলে সরকার বা প্রশাসনের পক্ষে এই কাজ একার পক্ষে সম্ভব না। নিজেরা নিজেদের বাড়ির ভেতরে ও বাহিরে পরিস্কার রাখবেন।
মনে রাখবেন ডেঙ্গু জীবানু বাহিত মশা বনে জঙ্গলে কম থাকে। বেশির ভাগে থাকে বাড়িতে। এডিস মশার বংশ বিস্তার হয়ে থাকে পরিস্কার পানিতে। তাই বাড়ির ভেতর, আশেপাশে পরিস্কার রাখা একান্ত দরকার। বাড়িতে অথবা বাড়ির আশেপাশে সচ্ছ পানি জমা থাকলে ফেলে পরিস্কার রাখতে হবে। আমরা পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মশা নিধনের ঔষধ প্রয়োগ করছি। কিন্তু গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি তো এটা করা সম্ভব নয়। এই জন্য আপনাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। অন্যথায় এই বড় ধরনের বিপদ থেকে আমরা মুক্ত হতে পারবো না। প্রয়োজনে কয়েল ধরানোর ব্যবস্থা করে, ব্লিচিং পাউডার ব্যবহার করে, মশারী ব্যবহার করে অথবা এরোসেল ব্যবহার করে এই এডিস মশার হাত থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করবেন। আর জ্বর হলেই রেজিঃ চিকিৎসকের পরামর্শ নিবেন, তারা যে পরীক্ষা-নিরীক্ষা দিবে তা করাবেন এবং সঠিকভাবে ব্যবস্থা নিবেন। আমরা সকলেই মিলে কাজ করবো, সুস্থভাবে বাঁচবো এই কামনা সকলের প্রতি।
মুখে বলা বাদেও এডিস মশার বংশ ধ্বংস বিস্তার ধ্বংস, বাড়ি, অফিসের আশেপাশে পরিস্কার, ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিরোধ, প্রতিকারের ব্যবস্থা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এই সময় পৌর, কমিশনারগণ সহ উপজেলার রাজনৈতিক অঙ্গনের আওয়ামলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের ব্যক্তিবর্গ এই পথসভা ও লিফলেট বিতরণে অংশগ্রহণ করেছিলেন।