চৌগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহে সামগ্রিক প্রতিযোগিতা

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল নয়টার পরে আনন্দঘন পরিবেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও পরিচালনায় চৌগাছা শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এই জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর প্রতিযোগিতাগুলো সম্পন্ন হয়। শিক্ষা সপ্তাহের এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল-আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নিয়মানুসারে (৬ষ্ঠ, ৭ম, ৮ম) শ্রেণির শিক্ষার্থীরা “ক” গ্রুপে, (৯ম-১০ম/দাখিল) শ্রেণির শিক্ষার্থীরা “খ” গ্রুপে, একাদশ-দ্বাদশ/ঊর্ধ্ব শিক্ষার্থীরা “গ” গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিলো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী নির্বাচনসহ প্রতিগ্রুপে হামদ-নাথ, কুরআন তেলাওয়াত, কবিতা আবৃতি, রচনা লেখা, বিতর্ক, দেশাত্মবোধক গান, লোকসঙ্গীত, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, সকল প্রকার নৃত্য, জারি গান, একক অভিনয় ইত্যাদি।

এ সময় অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা ইভা, মৃধাপাড়া মহিলা কলেজের বাংলা বিভাগের শাহিনুর রহমান, মাদ্রাসার শিক্ষিকা ইসমোতারা খাতুন, ডিএমসি আলীম মাদ্রাসার অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান, রোঘনাথপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ গোলাম মোর্তজা, উপজেলা লাইসিয়াম স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ মোঃ শাহাজান আলী, সাংস্কৃতিক একাডেমির শফিকুর রহমান,  আনিচুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটির সংগীত প্রতিযোগিতা সহ সকল সাধারণ প্রতিযোগতাগুলোর সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা ইভা এবং মহিলা কলেজের বাংলা বিভাগের শাহিনুর রহমান। সংগীত, নৃত্য, অভিনয়ে দায়িত্বরত ছিলেন সাংস্কৃতিক একাডেমির শফিকুর রহমান,  আনিচুর রহমান ও শিক্ষিকা ইসমোতারা খাতুন। ধর্মীয় অর্থাৎ হামদ/নাথ ও কুরআন তেলাওয়াতে সার্বিক দায়িত্ব পালন করেন অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান, সুপার গোলাম মোর্তজা এবং হাফেজ মোঃ শাহাজান আলী। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিযোগী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা ইভা শিক্ষার্থীদের বলেন, তাদের প্রতিযোগিতার ফলাফল বিকালে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে জানিয়ে দেওয়া হবে। তবে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা যথাসময়ে উপস্থিত হবে।