চৌগাছায় ঢাকাগামী বাসে মশক নিধন স্প্রে ব্যবহারের জন্য সচেতনতামূলক আলোচনা 

চৌগাছা প্রতিনিধিঃ সারা দেশের সব থেকে বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীই বেশির  ভাগই দেখা যাচ্ছে ঢাকা শহর থেকে আক্রান্ত। সেই কথা মাথায় রেখে আজ যশোরের চৌগাছায় ঢাকাগামী সকল পরিবহনের শ্রমিকদেরর সাথে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ বুধবার দুপুর ১টায় চৌগাছা বাজারের  যশোর মেন বাসস্ট্যান্ডে ঝিনাইদহ লাইন (জে লাইন) পরিবহনের টিকিট কাউন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহন করেন, সহকারী ভূমি কমিশনার ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার  নারায়ণ চন্দ্র পাল।
আলোচনা সভায় তিনি পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন আপনারা যখন ঢাকা থেকে চৌগাছায় আসবেন বা চৌগাছা থেকে ঢাকায় যাবেন এসময় ভালভাবে বাসের ভিতর যেসকল জায়গায় মশা থাকতে পারে সেসব জায়গায় মশক নিধন স্প্রে ব্যবহার করবেন। যাতে কোন প্রকার মশা না থাকে।
Attachments area