চৌগাছায় নারীর প্রতি সহিংসতা বন্ধে মানববন্ধন

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় নারীর প্রতি সহিংসতা বন্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চৌগাছা শাখা।

সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চৌগাছা শাখার সভাপতি নিমাই চন্দ্র সরকারের সভাপতিত্বে উপজেলার ভাস্কর্য মোড়ে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সভাপতি নিমাই চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কাঠগড়া কলেজের অধ্যক্ষ বলয় চন্দ্র, সহ সভাপতি মহাদেব চন্দ্র পাল, গত উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা খানম প্রমূখ। এসময় সভাপতি সাহেব উপজেলার সকল পর্যায়ের মসজিদের ইমামসহ রাজনৈতিক, ধর্মীয় সকল ক্ষেত্রে আবেদন জানিয়েছেন সমাজে নারী নির্যাতন, হত্যাসহ সকল বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির শ্যাম সুন্দর দাস, শ্যামল দত্ত, প্রশান্ত পাল, সুফল বিশ্বাস, ফুলসারা ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণয় রায়, সাধারণ সম্পাদক পরশ কুমার, পাশাপোল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অণল বিশ্বাসসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কমিটির নেত্রীবৃন্দ।