চৌগাছায় মাদক ব্যবসায়ী আটকসহ চালান

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় এক মাদক কারবারীকে আটক করে মাদক আইনে চালান দিয়েছে চৌগাছা থানা পুলিশ।

আটককৃত আসামী স্বরুপদাহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের ফজলু হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৪০)। এলাকায় সে মাদক ব্যবসায়ী বলে পরিচিত। এর আগেও তাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে। প্রকাশিত পুরাতন পত্রিকাসহ এলাকা সূত্রে জানা যায়, তার বাড়ি ইউনিয়নের চুটারহুদা গ্রামে হলেও মাদক ব্যবসায়ের জন্য সারাক্ষণই মাকাপুর থাকে। সে এলাকায় আগ্নেয়াস্ত্র ও মাদকের গডফাদার হিসাবে পরিচিত। তার ভয়ে এলাকার কেউ মুখ খোলে না। মাদকের সাথে সম্পৃক্ত সঞ্চডাঙ্গা মাঠপাড়া, চুটাহুদা, মাকাপুরের বেশকিছু লোকের সাথে তার নিয়মিত উঠাবসা চলে। এলাকার লোকেরা তাকে ভয় পায়।
থানা সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলায় মাদকের বিরুদ্ধে থানা পুলিশের ব্যাপক অভিযানের ফলে মাদকের গডফাদাররা গা ঢাকা দিয়ে চলছিলো। কিন্তু থেমে নেই থানা পুলিশের অভিযান। প্রতিনিয়তই ধরা পড়ছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব আটকের সত্যতা নিশ্চিত বলেন, আশরাফুলকে ৯ জুন দিনগত রাত্রে আটক করা হয়। তাকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়। আজ সকালে তাকে মাদক আইনে চালান দেওয়া হয়েছে।