ছাত্রীনিবাসে চুলা বিস্ফোরণে তিন কলেজছাত্রী দগ্ধ

নাটোরঃ নাটোরে শহরের একটি ছাত্রীনিবাসে কেরোসিনের চুলা বিস্ফোরণে তিন কলেজছাত্রী দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে শহরের বড়গাছা মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শামিমা ইয়াসমিন, সানজিদা ইয়াসমিন ও ফাতেমাতুজ্জোহরা।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, শহরের বড়গাছা মহল্লার আবুল কাশেমের একটি ছাত্রীনিবাসে থাকতেন নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ওই তিন ছাত্রী। বৃহস্পতিবার সকালে তারা রান্না করতে গেলে হঠাৎ করে কেরোসিনের চুলাটি বিস্ফোরিত হয়। এতে তারা তিনজনেই দগ্ধ হন। পরে পাশের রুমের ছাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের মধ্যে শামিমা ইয়াসমিন ও সানজিদা ইয়াসমিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফাতেমাতুজ্জোহরাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।