ছিটকে পড়লেন রুনি

ক্রীড়া ডেস্ক : সম্প্রতি সময়টা মোটেও ভালো কাটছে না ওয়েন রুনির। ফর্ম খুঁজে পেতে রীতিমত যুদ্ধ করছেন ইংল্যান্ড অধিনায়ক। এমন দুর্দিনে রুনির সঙ্গী ইনজুরি। হাঁটুর চোটের কারণে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না তিনি।

হাঁটুর চোটের কারণে সোমবার ইংল্যান্ড দলের অনুশীলনে থাকতে পারেননি তিনি। ওয়েম্বলি স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে আজ প্রীতি ম্যাচটি দর্শক হিসেবেই দেখতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের এ অধিনায়ককে।

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১০ ম্যাচে রুনি গোল পেয়েছেন মাত্র ১টি। তবে স্পেনের বিপক্ষে আজ খেলতে না পারলেও লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হতে পারবেন তিনি। আগামী ১৯ নভেম্বর ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালকে আতিথ্য দেবে ম্যানইউ। লিগে শেষ ১০ ম্যাচে গানারদের বিপক্ষে কেবল একবার হেরেছে রেডডেভিলস। এবার ফর্মে থাকা আর্সেনালের বিপক্ষে নতুন কোচ হোসে মরিনহোর নতুন চ্যালেঞ্জ।

তবে সম্প্রতি রুনি ফর্মহীনতায় ভুগলেও দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ইংল্যান্ড।বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলে গ্রুপ ‘এফ’ এর শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইংলিশরা রয়েছে সবার উপরে।সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে তাদের পরে অবস্থান করছে স্লোভেনিয়া।