জলঢাকায় অবৈধ ভাবে রাস্তার মাটি কাটায় ২৫ হাজার টাকা জরিমানা

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃ- নীলফামারীর জলঢাকায় ইউনিয়ন পরিষদের রাস্তার মাটি কাটায় এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া গ্রামের রত্নেস্বর রায়ের ছেলে অনুকুল চন্দ্রের বিরুদ্ধে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক প্রধান। এলাকাবাসীর অভিযোগ জানা যায়, ইউনিয়ন পরিষদের রাস্তার মাটি কেটে নিজের বাড়ীর কাজে ব্যবহার করে জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটায় অভিযুক্ত ব্যক্তি। বারবার নিষেধ করলেও কাহারো কথা শুনেননি তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সঠিক তথ্য প্রমানাদী থাকায় তাকে এই সাজা দেয়া হয়েছে।