ঝড়ে আহত গাংনী উপজেলা

মেহেরপুর প্রতিনিধি, মোঃ রাসেল আলী: মেহেরপুর শহর সহ গাংনী উপজেলা দিয়ে গতকাল ১৫ মে রাত  ১০ থেকে ১১ টার মধ্যে বয়ে চলে এক প্রচণ্ড ঝড় ও হাওয়া। এই ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকসহ পল্লী বিদ্যুত সমিতি। ক্ষতি হয়েছে পল্লী বিদ্যুতের লাইন সহ থামবা, আম, কৃষকের ফসল সহ আরো অনেক।

ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে অনেক ধান ক্ষেত গাছপালা সহ আরো অনেক কিছু, আমের চাষিরা জানাই ঝড়ে প্রায় অর্ধেক আমি ঝরে গেছে। লস হবে আম ব্যাবসীকদের।

বিদ্যুৎ নেই গাংনীতে।
বিদ্যুৎ কতটা প্রয়োজনীয় তা অপেক্ষামান মানুষের দিকে তাকালেই বোঝা যায়।
বুধবার রাতে ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বিদ্যুৎ লাইন। ঝড়ের সময় থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ গাংনী এলাকায়। সারা দিনই চলছে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ। স্থানীয় লোকেরা ও সহযোগিতা করছেন তাড়াতাড়ি পাওয়ার জন্য বিদ্যুৎ। দ্রুত এগিয়ে চলেছে বিদ্যুৎ লাইন মেরামত এর কাজ।