টঙ্গীতে করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালে আসা পোষাক ও সরঞ্জাম বন্টনে অনিয়মের অভিযোগ

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্স ও কর্মচারীদের নির্ভয়ে সকল প্রকার রোগীদের চিকিৎসা সেবা প্রদানে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সরকারী ও বে-সরকারীভাবে ইতিমধ্যে প্রায় ২’শ সেট পিপিই (হ্যান্ড গøাফস ড্রেস, জুতা, চশমাসহ আনুসাঙ্গিক ইকুবমেন্ট) আসে। পিপিই বন্টনে অনিয়মের অভিযোগ হাসপাতালের কর্মচারী ও নার্সদের।

জানা যায়, শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে সরকারী ও বে-সরকারীভাবে আসা ২’শ সেট পোষাক সামগ্রী হাসপাতালে কর্মরত ডাক্তার এবং আউট সোর্সিংয়ের লোকজন পেলেও হাসপাতালের নার্স ও ব্রাদারদের মধ্যে বিলি করা হচ্ছে না। এতে নার্স ও ব্রাদাররা প্রতিনিয়িত তাদের আতঙ্কের মধ্যে থেকে হাসপাতালে আসা বিভিন্ন রোগীদের সেবা দিচ্ছেন।

হাসপাতালের একাধিক নার্স ও ব্রাদাররা নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথম অবস্থায় সরকারী ভাবে হাসপাতালে কর্মরত প্রায় ২৫ জন ডাক্তার, ৬৩ জন নার্স ও ব্রাদার ১০/১২ জন কর্মচারী এবং প্রায় ৬৫ জন আউট সোর্সিং কর্মচারীর জন্য করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত ১০০ সেট হ্যান্ড গøাফস ড্রেস, জুতা, চশমাসহ আনুসাঙ্গিক ইকুবমেন্ট (পিপিই) আসার পর হাসপাতালের কর্মরত ২৫ জন ডাক্তার সেগুলো ভাগাভাগি করে নেয় এবং ইমারজেন্সি বিভাগে মাত্র ৩ সেট ও সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রস্তত রাখা বিভাগে কর্মরত নার্সদের মধ্যে ৬ সেট বিতরণ করা হয় এবং কিছু আউট সোর্সিং কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয়। বাকিগুলোর হদিস নেই। অপরদিকে তুষকা ফ্যাশন কর্তৃপক্ষ আরো ১০০ সেট হ্যান্ড গøাফস ড্রেস, জুতা, চশমাসহ আনুসাঙ্গিক ইকুইপমেন্ট (পিপিই) হাসপাতালকে দেয়ার পরও কর্তব্যরত নার্স বা ব্রাদার কিংবা সরকারী কোন কর্মচারীদের তা না দিয়ে একেক জন ডাক্তার দু-সেট করে নিয়ে যাচ্ছে। এছাড়া হাসপাতালের তত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার আমাদের বলেছেন এসব পিপিই নাকি নার্স বা ব্রাদারদের জন্য আসেনি।

তারা আরও জানান, আমরা রাতদিন জীবনের ঝুকি নিয়ে হাসপাতালে আসা বিভিন্ন রোগীদের সেবা দিয়ে আসছি, কার মধ্যে ভাইরাস আছে আমাদের জানা নেই, যদিও টঙ্গীতে এখনো ধরা পড়েনি কিন্তু আতঙ্কতো রয়েছে। এমতাবস্থায় আমাদের পিপিই দেয়া হচ্ছে না। ডাক্তার এবং আউট সোর্সিং কর্মচারীরা সেগুলো ভাগাভাগি করে নিয়ে যাচ্ছেন ! কেনো ? আমাদের কি নিরাপত্তার দরকার নেই ? আমাদের এই হাসপাতালে ডাক্তার, নার্স, ব্রাদার্স, কর্মচারী ও আউট সোর্সিংয়ে কর্মচারীসহ প্রায় ১৬৫ জন কর্মরত রয়েছেন। অথচ সরকারী ও বে-সরকারী ভাবে ২০০ সেট পিপিই এসেছে। জন প্রতি ১ সেট করে বিতরণ করা হলেও আরো ৩৫ সেট উদ্বৃত্ত থেকে যায়। তাহলে আমরা কেনো পাবো না ?

এবিষয়ে হাসপাতালের নার্সিং সুপারেন্টেন খাদিজা বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নার্স ও ব্রাদারদের নিরাপত্তার কথা ভেবে আমি তত্বাবধায়ক স্যারের সাথে কথা বলেছি, তত্বাবধায়ক স্যার বলেছেন, এগুলো শুধু মাত্র ডাক্তারদের জন্য এসেছে। তারপরও যারা ডিউটিতে আছেন তাদের দেয়া হয়েছে। বাকি গুলো পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করে দেয়া হবে।

এব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পারভেজ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি শুনেছি হাসপাতালের তত্বাবধায়ক ড. মো. নিজাম উদ্দিন স্যারের নামে সরকারী ভাবে কিছু পিপিই বরাদ্ধ হয়েছে এবং বে-সরকারী ভাবেও কিছু স্যারের নামেই হাসপাতালে এসেছে তবে কতগুলো এসেছে আমার জানা নেই। আমি এখনো পাইনি তবে নার্স বা ডাক্তার যারা ডিউটিতে এসেছেন তারা পেয়েছেন। নার্স ও ব্রাদারদের অভিযোগের বিষয়টি আমি স্যারকে বলেছি। তিনি খুব শীঘ্রই ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন।

এব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ড. মো নিজাম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারী ভাবে কিছু পিপিই এসেছে তবে কতগুলো এসেছে তা এ মূহুর্তে সঠিক বলতে পারবো না। এবিষয়ে অফিস আওয়ারে আসলে সঠিক তথ্যটি দিতে পারবো। এগুলো শুধুমাত্র করোনা বিভাগ ও ইমারজেন্সি বিভাগে কর্মরত ডাক্তার ও নার্সদের জন্য। তার পরও পরিস্থিতি মোতাবেক হাসপাতালের ডাক্তার ও নার্সদের সময় সাপেক্ষে দেয়া হবে। বে-সরকারী ভাবে কতগুলো পিপিই এসেছে ? জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, আপনি কোথায় শুনেছেন ? বিষয়টি আমার জানা নেই। তবে করোনা ওয়ার্ডে কিছু এবং যারা ইমারজেন্সিতে কর্তব্যরত তাদের ইতিমধ্যে দেয়া হয়েছে।