ট্রাম্পের নজর কাশ্মীরে, মোদির সঙ্গে সাইড লাইন বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর নিয়ে প্রথম দিকে চুপ থাকলেও এবার আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর আগে ভারতশাসিত পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানকার অবরুদ্ধ পরিস্থিতি শান্ত করার বিষয়ে পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হলে জানতে চাইবেন তিনি। চলতি সপ্তাহেই ফ্রান্সে বৈঠক হওয়ার কথা রয়েছে এ দুই নেতার।

শুক্রবার (২৩ আগস্ট) হোয়াইট হাউজের এক মুখপাত্রের বরাতে একথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে কাশ্মীর অঞ্চলের উত্তেজনা প্রশমন ও মানবাধিকার রক্ষায় নরেন্দ্র মোদী কী করতে চান, সে বিষয়ে জানতে চাইবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান দ্বন্দ্ব মেটাতে সহযোগিতার জন্য ট্রাম্প প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

এ সপ্তাহে ফ্রান্সের বিয়ারিজে জি-সেভেন সম্মেলনকালে পার্শ্ববৈঠকে বসার কথা রয়েছে মোদী ও ট্রাম্পের।

এর আগে, গত মঙ্গলবার (২০ আগস্ট) কাশ্মীর পরিস্থিতি অত্যন্ত জটিল মন্তব্য করে এ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ইস্যুতে মাত্র চার দিনের ব্যবধানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দু’বার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একবার ফোনে কথা বলেন তিনি।