ট্রাম্পের সফরের মধ্যেই রণক্ষেত্র দিল্লি, পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষ ও বিপক্ষ- দু’দলের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। এতে দিল্লি পুলিশের প্রধান কনস্টেবল নিহত এবং ঊর্ধ্বতন এক কর্মকর্তা আহত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দিল্লির উত্তরপূর্বাঞ্চলে সিএএ নিয়ে দু’দলের সংঘর্ষে হয়েছে। ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, লাল শার্ট পরা এক লোক দিল্লি পুলিশের নিরস্ত্র এক কর্মকর্তার কাছে দৌড়ে যায়। সে সময় লোকটির হাতে একটি পিস্তল ছিল।
সংঘর্ষের সময় বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। অন্তত দু’টি বাড়িতেও আগুন ধরিয়ে দেন তারা। এ সহিংস সংঘর্ষ ‘ভীষণ পীড়াদায়ক’ উল্লেখ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই দিল্লিতে এ সংঘর্ষের ঘটনা ঘটলো।