ঠাকুরগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি,মানসিক নির্যাতন ও ঘরবাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ,ঠাকুরগাঁও জেলা শাখা । ২৫ ডিসেম্বর
মঙ্গলবার রাত ১০ টায় শহরের আশ্রমপাড়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠত হয়। সংবাদ সম্মলেনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটো।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড.ইন্দ্রনাথ রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা এ্যাড.রলরাম গুহ ঠাকুরতা,সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ,যুগ্ন সাধারণ সম্পাদক প্রবির গুপ্ত বুয়া,ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী,সিনয়র সাংবাদিক শাহীন ফেরদৌস,ফজলে ইমাম বুলবুল,এসএম জসিম,নবীন হাসান,সারমিন হাসান সহ জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক এর সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য যে গত ২০ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শিংগিয়া গ্রামে মোটা শাহার বাসায়, ২৩ ডিসেম্বর রাতে গড়েয়া ইউনিয়নের চন্ডীপুর গ্রামে শ্রী জুগল চন্দ্র অধিকারীর বাসায়, এবং ২৪ ডিসেম্বর রাতে অখানগর ইউনিয়নে ঝারগাঁও গ্রামে জাত্রু বর্মনের বাড়িতে অগ্নি সংযোগ দেয় দুবৃত্তরা।
বক্তারা অভিযোগ করেন,আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে যেন সনাতন ধর্মালম্বীরা ভোট কেন্দ্রে যেতে না পারে তাই এধরেনর কর্মকান্ড একটি দলের ছত্রছায়ায় সংগঠিত হচ্ছে।