ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা শনাক্ত কার্যকম শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৬ রোগীর নমুনা সংগ্রহের মাধ্যমে সেখানে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিষয়টি জানান ঢামেকের অধ্যক্ষ ডা. খান মুহাম্মদ আবুল কালাম আজাদ।
তিনি জানান, ঢামেকের ভাইরোলোজি বিভাগে করোনা শনাক্তকরণ কার্যকম শুরু হয়েছে। ঢামেকে চিকিৎসা নিতে আসা মোট ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আশা করি রাতের মধ্যেই ফলাফল পাবো।