তথ্যমন্ত্রী জ্যাক শিরাকের শেষকৃত্যে

নিউজ ডেস্কঃ ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন তিনি।
মঙ্গলবার (১ অক্টোবর) প্যারিসের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্যারিসের সেন্ট সালপিস চার্চে অনুষ্ঠিত জ্যাক শিরাকের শেষকৃত্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
২৬ সেপ্টেম্বর ৮৬ বছর বয়সে মারা যান ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক। ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে ছিলেন তিনি। তার আমলেই ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রাব্যবস্থায় যোগ দেয়। আগে ফ্রান্সের প্রেসিডেন্ট সাত বছরের জন্য নির্বাচিত হতেন। জ্যাক শিরাক ক্ষমতায় এসে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছরে নামিয়ে আনেন। সাবেক এ প্রেসিডেন্ট ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের বিরোধিতা করে দীর্ঘদিন গণমাধ্যমের শিরোনাম ছিলেন।