তুরাগ তীরে ৯৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদকঃ তুরাগ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় পর্বের ২৮তম দিনের উচ্ছেদ অভিযানে ৯৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার তুরাগ তীরে ধউর মৌজায় এই অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফ হাসানাত জানান, ২৮তম দিনের অভিযানে মোট ৯৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি চারতলা পাকা ভবন, তিনটি দোতালা ভবন, ১১টি একতলা, ১৫টি আধা পাকা, ২৭টি টিনসেড, আটটি সীমানা প্রাচীর, ৩১টি টিনের ঘর।

এ ছাড়া তীরভূমি অবমুক্ত করা হয় প্রায় ৪ একর।

২৯ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সময়ে ২১ কার্যদিবসে বুড়িগঙ্গার কামরাঙ্গীরচর এলাকা থেকে শুরু করে ধারাবাহিকভাবে মিরপুরের বেরীবাঁধ এলাকায় জহুরাবাদ পালপাড়া পর্যন্ত তুরাগ নদে উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিবরণ থেকে জানা গেছে, এ সময়ে মোট ৩৪১টি পাকা স্থাপনা, ৪০৩টি আধা পাকা, ১৬৬টি সীমানা প্রাচীরসহ মোট ২ হাজার ৭১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়।