দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ক্লুজনার

খেলা ডেস্কঃ ভারতের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ করা হয়েছে ল্যান্স ক্লুজনারকে। অন্তবর্তীকালীন টিম ডিরেক্টর এনোচ এনকুয়ের সঙ্গে স্বল্প সময়ের এই দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার। এর আগে তিনি ডলফিনস, জিম্বাবুয়ে ও প্রোটিয়াদের জাতীয় দলের হয়ে কাজ করেছেন।

আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যান ক্লুজনার ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে ২০১০ সাল পর্যন্ত ৫৩টি টি-টোয়েন্টি খেলেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৩৬.১০। এছাড়া ২২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি ৫৪৮২ রান ও ২৭২টি উইকেট নিয়েছেন।

ক্লুজনারের পাশাপাশি ক্রিকেট সাউথ আফ্রিকা ভিনসেন্ট বার্নেসকে বোলিং কোচ ও জাস্টিন অনটংকে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে।

এর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দ.আফ্রিকার ভরাডুবির পর প্রোটিয়াদের পুরো কোচিং স্টাফ ভেঙে দেওয়া হয়। ফলে অন্তবর্তী কোচদের দিয়েই ভারত সফর করবে দলটি।

আগামী ১৫ সেপ্টেম্বর ধর্মশালায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে দ.আফ্রিকা।