দর পতনে পুজিবাজার

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।

আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬২টি কোম্পানির। আর দর কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৬৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৪৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছ ২৬টির।