দূর্নীতি-অনিয়মের বেড়াজালে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদাই করছে কর্তৃপক্ষ এবং হয়রানির শিকার হচ্ছে সেবা নিতে আসা রোগীরা। এখানে ঠিকমতো চিকিৎসা ও সেবা না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিঃ বিভাগের কর্তব্যরত দাঁতের চিকিৎসক রোগীদের কোন প্রকার চিকিৎসা না দিয়ে, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে রোগীদের পরামর্শ দিয়ে থাকেন। চিকিৎসক বলেন- থাকেন হাসপাতালে দাঁতের পরীক্ষা করার মতো কোন প্রকার যন্ত্রপাতি নাই।

কার্ড ও ঠিকানা দিলাম আপনার দুপুরের পর অর্থাৎ আমার দেওয়া ঠিকানায় পরীক্ষা ও চিকিৎসা করাবেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, যে রহস্য জনক কারণে এই স্বাস্থ্য কমপ্লেক্সের কতিপয় কর্মকর্তা ও চিকিৎসকের যোগসাজশে আমাদেরকে প্রাইভেট হাসপাতালে পাঠন এ হাসপাতালের চিকিৎসকরা। সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী আরও জানায় যে আমরা নিন্ম ও মধ্যবিত্ব শ্রেণীর লোকেরা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। কিšুÍ দীর্ঘদিন যাবৎ একটি অসাধু চক্র এ কর্মকান্ডে সাথে সক্রিয় আছে। তারা আরও জানান যে ভাংতি টাকার সংকটের অজুহাতে তারা রোগীদের কাছ থেকে প্রতিদিন মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। সরেজমিনে গিয়ে অনুসন্ধানে জানাযায়, এই অবৈধ টাকার ভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স¦াস্থ্য পঃপঃ অফিসার থেকে শুরু করে এ চক্রের সকলেই সুবিধা পেয়ে থাকে। রোগীরা আরও বলেন- এ হাসপাতালের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। এই দুর্নীতি ও অনিয়ম বন্ধে রোগীরা দ্রæত উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।