দেশ বিরোধীচক্র এখনও নানা ষড়যন্ত্র করছেঃ বস্ত্র ও পাট মন্ত্রী

জেলা প্রতিনিধিঃ দেশ বিরোধীচক্র এখনও নানা ষড়যন্ত্র করছে, তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের সংশোধিত ও ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গাজী গোলাম দস্তগীর বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে। এই সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে কোনো সরকারের আমলে হয়নি।

দেশের উন্নয়ন ব্যাহত করতে বিভিন্ন চক্রান্তের কথা উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, দেশ বিরোধীচক্র এখনও নানা ষড়যন্ত্র করছে। তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাল্লাহ। এ জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে হবে।

কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা।