ধর্ম নিয়ে অনেকে বড় বড় কথা বললেও অনুসরণ করে না : মেনন

বিশেষ সংবাদদাতা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশে একটি বিশেষ মহল ধর্ম নিয়ে বড় বড় কথা বললেও তা অনুসরণ করে না। তারা নারীদের সম্মান করে না। ফলে সমাজের মধ্যে সৃষ্টি হয় বিভাজন এবং উগ্রতা। এর বিপরীতে আজকে আমাদের সবাইকে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার রাজধানীর মালিবাগ মোড়ের বাইতুল আমান মসজিদে জুম্মার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে মেনন এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) তাঁর বিদায়ী ভাষণে ধর্ম নিয়ে বারাবারি করতে নিষেধ করেছেন। তিনি সেই ভাষণে নারীর প্রতি বৈষম্য না করতে, তাদের সম্মান এবং সুরক্ষার জন্য নির্দেশ দিয়ে গেছেন।

মেনন বলেন, ধর্ম শান্তির জন্য। সেই শান্তির ধর্মকে বাংলদেশ অনুসরণ করে, উগ্রতাকে নয়। আজকে তাই প্রকৃতভাবেই আমাদেকে আমাদের ধর্মকে অনুসরণ করতে পারলেই দেশকে নিয়ে এগিয়ে যেতে পারব।

রাশেদ খান মেনন দু’বছর আগে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদটি এখন তিন তলায় উন্নীত করা হবে। তিনি এই মসজিদ এবং দেশের সকল মসজিদের যথাযথ উন্নয়নের জন্য বরাদ্দ তহবিল সঠিকভাবে ব্যবহার করার জন্য আহ্বান জানান।

একই সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক ও সাবেক কমিশনার শেখ শেকান্দর আলী বক্তব্য রাখেন।