না’গঞ্জে ফুটপাতে বসেছে হকার, বাড়ছে ক্রেতা সমাগম

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফুটপাতগুলোতে পসরা সাজিয়ে বসেছেন অস্থায়ী হকাররা। তাদের দোকানে প্রতিদিন বাড়ছে ক্রেতা।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সরেজমিনে শহরের বঙ্গবন্ধু সড়ক ও কালিরবাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এসময় অস্থায়ী দোকানগুলোতে ক্রেতা সমাগম লক্ষ্য করা গেছে। দোকানগুলোতে মেয়েদের থ্রি-পিস, টু-পিস ও শাড়ি, ছেলেদের প্যান্ট-শার্ট, পাঞ্জাবি ও ছোটদের পোশাক রয়েছে।

কালিরবাজারের অস্থায়ী হকার মোল্লা মিয়া জানান, ১০ রোজার পর থেকেই অল্পসময় করে তারা বসছেন। এখন সারাদিন বসছেন। বেচাকেনা ভালোই হচ্ছে। ঈদের আগে আরও ক্রেতা বাড়বে বলে প্রত্যাশা তার।

কেনাকাটা করতে আসা রহিমা বেগম জানান, বাসায় ছোট দুই বাচ্চার জন্য কেনাকাটা করতে এসেছেন। ঈদে তো বাচ্চাদের কিছু না কিছু কিনে দিতেই হবে। তাই এখানে এসেছেন বাচ্চাদের নতুন জামা কিনতে।

করোনার মধ্যে ঈদের কেনাকাটা খুব জরুরি কিনা জানতে চাইলে তিনি জানান, করোনায় তো সবকিছুই খোলা। সবকিছুই স্বাভাবিক। যদি বাইরে সারাদিন কাজ করতে পারি, তাহলে কেনাকাটা করলে আর কি হবে। এমন তো না যে সারাদিন ঘরেই থাকতে পারছি। যেহেতু কাজের জন্য বের হচ্ছি, সেহেতু আক্রান্ত হলে কর্মক্ষেত্রেই আক্রান্ত হতে পারি।