নাগরিকদের ফেরাতে চার্টার্ড ফ্লাইট আনার চেষ্টা যুক্তরাজ্যের

ঢাকা: বাংলাদেশে আটকে ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে চার্টার্ড ফ্লাইট আনার জন্য চেষ্টা করছে যুক্তরাজ্য। বুধবার (৮ মার্চ) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এক ভিডিওবার্তায় এ তথ্য জানান।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমি আপনাদের তিনটি বিষয়ে জানাতে চাই। প্রথমত, আমরা চার্টার্ড ফ্লাইট বাংলাদেশে আনার জন্য অনেক চেষ্টা করছি, আমাদের লন্ডনের সহকর্মীদের নিয়ে সব প্রচেষ্টা চালাচ্ছি। খুব শিগগিরই আপনাদের এই সম্পর্কে একটি সিদ্ধান্ত জানাতে পারবো।
তিনি বলেন, দ্বিতীয়ত, স্পষ্টত এই চার্টার্ড ফ্লাইটগুলি বিনামূল্যে নয়। এর সঙ্গে নির্ধারিত চার্জ প্রযোজ্য। এই চার্টার্ড ফ্লাইট চার্জ কী পরিমাণ হবে তা আমরা যত দ্রুত সম্ভব আপনাদের জানাবো।
ডিকসন জানান, চার্টার্ড ফ্লাইটের সঠিক সময়, স্থান ও এর সংশ্লিষ্ট ব্যবস্থা সম্পর্কে খুব শিগগিরই ঘোষণা আসতে পারে। সুতরাং, আপনি যদি যুক্তরাজ্যে ফিরে যেতে আগ্রহী হন তবে এখনই আপনার প্রস্তুত থাকতে হবে যেন আপনি খুব শিগগিরই যুক্তরাজ্যের উদ্দেশ্যে আপনার যাত্রা শুরু করতে সক্ষম হন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।