নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনের সময় শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী থাকবেন এবং নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে ‘চলমান রাজনীতি- শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে হাসান মাহমুদ বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি, সরকার নয়। এখানে সরকারের সঙ্গে আলোচনার কোন বিষয় নেই।’

তিনি বলেন, ‘সংলাপ হয় রাজনৈতিক দলের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলব সন্ত্রাসবাদ ও সহিংসতা পরিহার করুন। জামায়াতের সঙ্গ ছাড়ুন। পেট্টোল বোমা মেরে মানুষ হত্যার জন্য আপনাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধাপরাধী কিংবা জঙ্গিগোষ্ঠী ছাড়া যে কারো সাথে আলোচনা হতে পারে।’

‘এই দেশ কারো বাপ-দাদার সম্পত্তি নয়’ গত রোববার মির্জা ফখরুলের দেওয়া এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘এই দেশ কারো বাপ-দাদার সম্পত্তি নয় যেমন ঠিক, তেমনিভাবে বাংলাদেশ তাদেরও নয় যারা দেশের স্বাধীনতার বিরোধীতা করেছে। আপনারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে জোট গঠন করেছেন।’

নাসিরনগরের ঘটনা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের ফসল উল্লেখ করে তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামায়াত প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি আরো বলেন, ‘প্রথমে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করে। কিন্তু সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে দুঃখ প্রকাশ করে পুনরায়  অর্থায়ন করতে চাইলেও প্রধানমন্ত্রী বলেছেন আমরাই নিজ অর্থায়নে কাজ সম্পন্ন করব। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব।

বিএনপি চেয়ারপারসন বলেছিলেন পদ্মা সেতু হবে না। আমি বেগম খালেদা জিয়াকে বলব আপনি আপনার দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পদ্মার পাড়ে গিয়ে ঘুরে দেখে আসুন।’

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল, আওয়ামী লীগ নেতা এম এ করিম।