পঞ্চগড়ে ঢাকা ফেরতদের কোয়ারেন্টিনে থাকার অনুরোধ প্রশাসনের

জেলা প্রতিবেদকঃ মহামারি রূপ ধারণ করা নোভেল ‘করোনা ভাইরাস’ (কোভিড-১৯) প্রতিরোধে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এবার বিদেশ ফেরতদের পাশাপাশি রাজধানী ঢাকা শহর ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানিয়েছে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ঢাকা ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী।

তিনি জানান, যারা ঢাকা বা অন্য জেলা থেকে পঞ্চগড় সদর উপজেলায় এসেছেন তারা গণপরিবহনে এসেছেন, এতে করে কিছুটা ঝুঁকিতে পড়তে পারে পঞ্চগড়। শুধু গণপরিবহনই না, যে কোনো মাধ্যমে ঢাকা থেকে পঞ্চগড়ে ‘করোনা ভাইরাস’ আসতে পারে। তাই আমরা পঞ্চগড় জেলার মানুষদের এবং তাদের নিজের পরিবারের সদস্যদের সুরক্ষার কথা চিন্তা করে তাদেরকে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানানো হয়েছে।