পটুয়াখালী থেকে ঘুর্ণিঝড় ‘ফণী’র খোঁজ খবর

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীতে জেলায় আটটি উপজেলা রয়েছে আমরা ক্রাইম পেট্রোল বিডি পরিবার ঘুর্ণিঝড় ‘ফণী’র খোঁজ খবর নিয়েছি সরাসরি টেলিফোনের মাধ্যমে।

বাংলাদেশে যে কয়েকটি জেলায় আঘাত আনতে পারে ঘুর্ণিঝড় ফণী তার মধ্যে পটুয়াখালী রয়েছে। ঘুর্ণিঝড় ফণীর ব্যাপারে বিস্তারিত জানতে আমরা যোগাযোগ করি পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, দুমকী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ খন্দকার মোস্তাফিজুর রহমান, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান বিশ্বাস, দশ্মিনা থানার অফিসার ইনচার্জ এমএম জালাল উদ্দিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোরশেদ, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহাম্মেদ ক্রাইম পেট্রোল বিডিকে জানান; কোথায় তেমন কোন ক্ষয়-ক্ষতির হয়নি, তবে স্বাভাবিক জোয়ারের চাইতে নদ-নদীর পানি এক দুই ফিট বেড়েছে, সাড়াদিন প্রত্যেক থানার অফিসার ইনচার্জসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যস্ত সময় কাটিয়েছেন সকালে আমাদেরকে জানিয়েছেন এখনো কোন কোন থানার অফিসার ইনচার্জ দায়িত্ব পালনে মাঠে কাজে নিয়োজিত আছেন বলে জানা যায়। ঘুর্ণিঝড় আগত মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশে সকল উপজেলার কর্মকর্তাকে দায়িত্বশীল হয়ে কাজ করার কথা বলা হয়েছে। আমরা সাধারণ মানুষের জান মালের নিরাপত্তার দিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করে যাবো, সাধারণ মানুষের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব।