পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা 

মোঃ মিজানুর রহমান মিজান; বিশেষ প্রতিরেদক: বগুড়ায় সাংবাদিকদের উপর পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে  মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা।

সোমবার দুপুরে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরাম(বোজাফ) এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বোজাফ এর মহাসচিব রেজাউল ইসলাম রাজুর সভাপতিত্বে বক্তৃতা করেন বিশিষ্ট কলামিস্ট ও অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরাম(বোজাফ) এর সহ সভাপতি সোনিয়া দেওয়ান প্রীতি, অনলাইন প্রেস ইউনিটির চেয়ারম্যান এরশাদুল হক দুলাল, সাপ্তাহিক এর সিনিয়র ফটো জার্নালিস্ট কাজী তাইফুর, সাপ্তাহিক ক্রাইম পেট্রোল এর বিশেষ প্রতিনিধি মো. মিজানুর রহমান সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা পল্লী বিদ্যুৎ বোর্ডের বিভিন্ন দুর্নীতির তথ্য তুলে ধরে বলেন,তথ্য সংগ্রহ করতে গিয়ে  যদি সাংবাদিকদের উপর  একের পর এক হামলার ঘটনা ঘটে, তাহলে সাংবাদিকরাও আর বসে থাকবে না।দুর্নীতির বিরুদ্ধে আরো  তীব্র গতিতে তাদের কলম চালাবে বলেও হুশিয়ারি দেন।দ্রুত অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবিও তোলেন তারা।

পূণশ্চ: পল্লী বিদ্যুতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে করা রিপোর্টের ২য় পর্বের জন্য সংবাদ সংগ্রহ করতে গেলে গত ২ ডিসেম্বর দুপুরে বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘মোহনা টিভি’র সাংবাদিক আতিক রহমান, সময় টিভির ক্যামেরা পার্সন রবিউল ইসলাম ও সিএনআই’এর বগুড়া জেলা প্রতিনিধির উপর বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মোকামতলা জোনাল অফিসের ডিজিএম, এজিএম এর ইশারায় উচ্ছৃঙ্খল লোকজন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায় এবং সাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।