পাঁচ দিনে ট্যানারি মালিকেরা ৪ লাখ টাকার চামড়া কিনেছেন 

সাভার (ঢাকা): চামড়া কেনা-বেচা নিয়ে গত কয়েকদিন দফায় দফায় বৈঠকের পর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ আগস্ট থেকে সরকারি মূল্যে চামড়া কেনা শুরু করেছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর ট্যানারি মালিকেরা। এখন পর্যন্ত প্রায় ৪ লাখ কাঁচা চামড়া কিনেছেন তারা।
বুধবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে বিষয়টি জানান বাংলাদেশ ট্যানার’স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ।
সাখাওয়াত উল্লাহ বলেন, ঈদের দিন (১২ আগস্ট) প্রায় ২ লাখ ও শনিবার (১৭ আগস্ট) থেকে মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত প্রায় চার লাখ চামড়া কিনেছেন ট্যানারি মালিকেরা।
তিনি আরও বলেন, বছরের প্রায় ৫০ শতাংশ চামড়া আসে কোরবানির ঈদ থেকে। প্রতি বছরের মতো এই ঈদে গরু-ছাগল-মহিষ-ভেড়া সব মিলিয়ে প্রায় ১০০ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল আমাদের। আশা করছি আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি যেতে পারবো।