পাতানো ম্যাচের অভিযোগ পাওয়া কাউকে ক্ষমা করা হবে না

খেলা ডেস্কঃ কমলাপুরের বীরশেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ ১৩টি দল নিয়ে শনিবার (০৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘এ্খান থেকেই ফুটবলাররা ভালো খেলে পেশাদার লিগে খেলবে বড় অঙ্কের মূল্যে বিভিন্ন ক্লাবে খেলেবে। এটা দেখে অন্য ফুটবলার উৎসাহ পাবে। এজন্য আমি নিজে মাঠে এসেছি তাদেরকে বোঝাতে যে প্রথম বিভাগ ফুটবল লিগ গুরুত্বপূর্ণ। এটার ধারা অব্যহত থাকলে বাংলাদেশের ফুটবল আগামী ৪-৫ বছরের মধ্যে দ্বিগুন উন্নতি হবে।’

এধরনের লিগে সাধারণত পাতানো ম্যাচের অভিযোগ পাওয়া যায়। কাজী সালাউদ্দিন জানান এমন অভিযোগ আসলে তা কঠোর হতেই দমন করা হবে। তিনি বলেন, ‘আমি যদি পাতানো ম্যাচের অভিযোগ পাই কিংবা ড্রাগস নিয়ে খেলার অভিযোগের প্রমাণ পাই তবে সে পৃথিবীর যেই হোক না কেন তাকে ক্ষমা করা হবে না।’