পালাক্রমে চলছে কাজ, ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিবেদকঃ ট্রেন সার্ভিস বন্ধ থাকায় রেলওয়ের কয়েকটি বিভাগে অনেকে আছেন ছুটিতে। তবে মালামাল পরিবহনের ট্রেন পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে কাজ করছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (২৪ মার্চ) ট্রেন সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। পরে অগ্রিম টিকিট কাটা যাত্রীরা চট্টগ্রাম স্টেশনে গিয়ে টিকিট ফেরত দেন। তাদের টিকিট ফেরত নিয়ে টাকাও দিয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (২৫ মার্চ) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছিল একেবারে ফাঁকা। স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, মঙ্গলবার দীর্ঘ লাইন ধরে যাত্রীরা টিকিট ফেরত দিলেও আজ স্টেশন ফাঁকা। গতকালই যাত্রীদের সব টিকিট ফেরত নেওয়া হয়েছে।

এদিকে রেলওয়ে স্টেশনে দায়িত্ব কমে যাওয়ায় অনেকে ছুটিতে গেছেন। ছুটিতে থাকলেও জরুরি কাজ সারছেন বাসা থেকে। নগরের সিআরবি দফতরে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে পালাক্রমে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ট্রেন সার্ভিস বন্ধ থাকলেও মালামাল পরিবহনের ট্রেন চালু আছে। এ বিভাগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে কাজ করছেন।