পয়েন্ট টেবিলের শীর্ষে জিদানের শিষ্যরা

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও সেল্টা ভিগোর ম্যাচে প্রথমার্ধে কোনো গোলই হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিট থেকে ৮১ মিনিটের মধ্যে তিনটি গোল হয়। যার দুটি করেছে রিয়াল। একটি সেল্টা ভিগো। ফল রিয়াল ২-১ ব্যবধানে জয়ী।

 

এ জয়ের ফলে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

 

শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে প্রথম গোলের দেখা পেতে ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এ সময় আলভারো মোরাতার বাঁ পায়ের শট সেল্টা ভিগোর গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয় (১-০)। অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা।

 

৬৭ মিনিটে সেল্টা ভিগোর ফাবিয়ান ওরেলানা গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)। এই সমতা বিরাজ করে ৮০ মিনিট পর্যন্ত। ৮১ মিনিটের মাথায় লুকাস ভাসকোজের বাড়িয়ে দেওয়া বল ডান পায়ের শটে নিশানা ভেদ করেন টনি ক্রুস।

 

ফলে আবারও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এবার অবশ্য আর রিয়ালকে ছুঁতে পারেনি সেল্টা ভিগো। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।