ফকিরহাটে প্রভাষক শ্যামল সাহা ও অনন্যা সাহার শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা পর্যায়ে জুনিয়র গ্রæপ (৬ষ্ঠ-৮ম) এ রচনা, বিতর্ক ও ‘ভাষা ও সাহিত্য’ তিন ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকার করায় বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ ও জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান এর নিকট থেকে ফকিরহাট আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেীনর ছাত্রী অনন্যা সাহা সন্মাননা হিসেবে দুটি ক্রেষ্ট ও নগদ অর্থ গ্রহন করেছে। উল্লেখ্য, ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক শ্যামল কুমার সাহার কন্যা মেধাবী ছাত্রী অনন্যা সাহা গত ২২ জুন ৬ষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৯ এ বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনায় ও বিতর্ক প্রতিযোগিতায় জুনিয়র গ্রæপে দেশসেরা নির্বাচিত হয়।

অপরদিকে, জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি)” নির্বাচিত হওয়ায় ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজের প্রভাষক শ্যামল কুমার সাহাকে জেলা শিক্ষা অফিসারের নিকট থেকে সন্মাননা সূচক ক্রেষ্ট গ্রহন করেন।