ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

এম এম সি মেহেদি হাসানঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে যথাযগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। এরপর একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ও প্রভাষক চন্দ্র শেখর অধিকারীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যাপন পর্ষদের আহবায়ক সহকারী অধ্যাপক দীন মোহম্মদ মোল্লা, মোঃ হোসাইন ছায়েদীন, শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, দীপালী রানী বিশ্বাস, প্রভাষক শেখ শামীম ইসলাম, শিক্ষার্থী আব্দুল সালাম মল্লিক, মো: ওলিউল্লাহ্, পূজা লস্কর, ফারজানা খাতুন, হাকিম শেখ প্রমুখ। সভায় বক্তারা বঙ্গবন্ধুকে ভবিষ্যৎ জীবন গড়ার আদর্শ ও মডেল হিসেবে উপস্থাপন করেন। সভা শেষে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর আত্মজীবনী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান শিক্ষার্থীদের উজ্জ্বিবিত করে। উপস্থিত সকলকে কেক বিতরণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।