বগুড়ায় নিহত জঙ্গিরা রাবি শিক্ষক হত্যার আসামি

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) দুই জঙ্গির পরিচয় মিলেছে।

তাদের মধ্যে একজন হলেন জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার খালেদ হাসান ওরফে বদর মামা (৩০)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর গ্রামে। বাবার নাম মো. এনামুল হক। আরেকজনের নাম রিপন (২৮)। বাড়ি রাজশাহীতে।

খালেদ দিনাজপুরে মন্দিরে হামলাসহ কয়েকটি মামলার আসামি। রিপন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার মূল পরিকল্পনাকারী।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশের একটি দল শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নইলাপাড়া মোড়ে অভিযান চালায়। তখন জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দুই জঙ্গি আহত হয়। গুরুতর আহত দুই জঙ্গিকে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, বন্দুকযুদ্ধের সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন বাবুল আকতার ও আবদুল মোতালেব। তারা বগুড়ার পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন।