বজ্রপাতে রাজশাহীতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ রাজশাহীতে গাছের ডাল কাটতে গিয়ে বজ্রপাতের ঘটনায় আসলাম আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলায় বামনীদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসলাম আলী উপজেলার পরানপুর বামনীদহ গ্রামের মৃত ওয়াজ আলীর ছেলে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক ঘটনাস্থলে যান। নিহতের মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশে একটি খেজুর গাছে উঠে ডাল কাটছিলেন আসলাম। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এর পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে তাকে চারঘাট উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক নিহতের বাড়ি যান। তাৎক্ষণিকভাবে নিহত আসলাম আলীর মরদেহ দাফনের জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেন।
জানতে চাইলে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু জানান, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। স্বজনরা বিকেলে হেলথ কমপ্লেক্স থেকেই নিহতের মরদেহ দাফনের জন্য বাড়ি নিয়ে গেছেন।