বরগুনার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবারের মাহফিল শুরু

এইচ এম কাওসার মাদবার: বরগুনা জেলার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফের মরহুম পীর সাহেব হাসান উদ্দিন (রঃ) ও আজিজ সাহেব (রঃ) ইন্তেকাল উপলক্ষে ২দিনব্যাপী বার্ষিক মাহফিলের প্রথম দিন আজ। জমিয়াতুল মুসলিমিনের সুযোগ্য আমির, মোকামিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব বাদ জোহর নামাজ বাদ মাহফিলের উদ্বোধন করেন। বিষখালী নদীর তীরে অবস্থিত মোকামিয়া দরবার‌, লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমানের পদচারণায় মুখরিত মোকামিয়া দরবার।
আজ(২৯ ফেব্রুয়ারি) মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়ে আগামী সোমবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। মাহফিলে ইসলামের মৌলিক বিষয়াবলীর ওপর মূল্যবান নসিহত পেশ করবেন দেশের ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার ও আলিয়া মাদ্রাসার মুহতারাম আসাতেজায়ে কেরাম এবং দরবারের বিশিষ্ট ওলামা, খলিফাগণ ,ও দেশ ও আন্তর্জাতিক খ্যাতিমান বক্তারা ওয়াজ নসিয়ত করবেন। প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব জিকির-আজকার এবং তরীকা-তাসাউফের বয়ানে মুখরিত হয়ে ওঠে মোকামিয়া দরবার ময়দান। আগামী সোমবার বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে লাখো লাখো ভক্ত-মুরীদানের নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মোকামিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর আলহাজ্ব শাহ মাহমুদুল হাসান ফেরদাউস (মা.জি.আ.)। মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের উদ্যোগে পুলিশ, র্যা ব, আনসার, অন্যান্য গোয়েন্দা সংস্থার পাশাপাশি ফায়ার সার্ভিস, মাদ্রাসার ছাত্রবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।এদিকে দেশের বিভিন্ন অঞ্চল হতে বাস, ট্রাক, নসীমন, ট্রলার রিজার্ভ করে হাজার হাজার ভক্ত মুরীদান ইতোমধ্যে দরবারে হাজির হয়েছেন।