বর্ণ্যাঢ্য আয়োজনে বাংলা ১৪২৬ বর্ষবরণ করেছে ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটি সাভার উপজেলা

মোঃ শহীদ, সাংবাদিকঃ নতুনত্বের বার্তা নিয়ে প্রতি বছর বাঙালির জীবনে আসে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অন্যতম অবিচ্ছেদ্য অংশ। পহেলা বৈশাখকে সামনে রেখে সমগ্র বাঙালি জাতি নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশায় কাঙ্খিত জীবনের লক্ষ্যে এককথায় নতুনভাবে জীবনের যাত্রা শুরু করে। পুরাতন বছরের সব গøানি, ব্যর্থতা ও পাওয়া না পাওয়ার হিসেবকে পদদলিত করে নতুন দিনের আলোকিত সূর্যের প্রত্যাশায় বাঙালি জাতি নবজীবনের যাত্রা শুরু করে। তারই অংশ হিসেবে আজ আশুলিয়া জামগড়ায় বাঙালীর পহেলা বৈশাখের ঐতিহ্য পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটি সাভার উপজেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বি,সি, আই কলেজ, উত্তরা এর সৌজন্যে ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটি সাভার উপজেলার সকল সাংবাদিকদের পহেলা বৈশাখী লোগো সম্বলিত টি-শার্ট উপহার দেন।