বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে নাঃ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার’ স্লোগানে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সোমবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে র‌্যালির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। এ সময় আবাসনের দিক থেকে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হবে বলে মন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।

র‌্যালিটি রমনা থেকে শুরু হয়ে গণপূর্ত ভবনের কাছে গিয়ে শেষ হয়। এতে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ‘বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক ভূমিকা প্রতিবেশ অঞ্চলে সৌহার্দ্য, নন্দিত আবাসন প্রমিত জীবন নাগরিক জীবনের মানোন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা টেকসই উন্নয়নের আপসহীন চালিকাসহ বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।