বাংলা চলচ্চিত্রের ডিজিটাল রূপান্তর অনিবার্য: মোস্তাফা জব্বার

রেজাউর রহমান চৌধুরী; ঢাকা : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলা চলচ্চিত্রের ডিজিটাল রূপান্তর অনিবার্য। পরিবর্তনকে আমাদের আলিঙ্গন করতে হবে। বাংলাভাষা ও বাংলা চলচ্চিত্রকে সামনে এগিয়ে নেয়ার মাধম্যে বিশ্বে আমাদের অবস্থান আরও সুসংহত করতে হবে। বাংলা চলচ্চিত্রকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে তিনি সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘ আমার ভাষার চলচ্চিত্র ১৪২৫’ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জনাব মোস্তাফা জব্বার বলেন, চলচ্চিত্র অত্যন্ত শক্তিশালী মাধ্যম ,সৃজনশীলতার হাতিয়ার। এই মাধ্যমে প্রভাব বিস্তা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক,প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং বাংলা লিংকের কর্পোরেট ও
রেগুলেটরী এফেয়ার্স চীফ তাইমুর রহমান বক্তৃতা করেন।

৫দিন ব্যাপী এ এই চলচ্চিত্র উৎসবে ১৬ টি পুর্ণদৈর্ঘ্য ও ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রর্দর্শিত হবে।

মন্ত্রী ফিতা কেটে ‘ আমার ভাষার চলচ্চিত্র ১৪২৫’ উৎসবের উদ্বোধন করেন।