পটুয়াখালী

বাউফলে খামার জাত জৈবসার প্রদর্শনীয় ও বীজ বিতরন

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় কৃষক পর্যায়ে খামার জাত জৈবসার প্রদর্শনীয় দিবস ও উচ্চ ফলনশীল জাতের বীজ বিনামূল্যে বিতরন করা হয়েছে।

সোমবার (০১ জুন) সকালে রামনাগর ও ইন্দুকুল গ্রামে অনুষ্ঠিত মাঠ প্রদর্শনীয় ও বীজ বিতরনে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: মনিরুজ্জামান, মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আনছার উদ্দিন মোল্লা, বাবু বীরেন ঘোরামী, মো: মশিউর রহমান ও শিরিন আক্তার।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সূর্যমনি ইউনিয়নে ১শত জন কৃষক-কৃষানী মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী বসতবাড়ি আঙ্গিনায় শাক সবজী আবাদের জন্য লাউ, করলা, বরবটি, শশা ও কলমি শাকের উন্নত মানের উচ্চ ফলনশীল জাতের বীজ বিনামূল্যে বিতরন করা হয়েছে।

উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আনছার উদ্দিন মোল্লা জানান, ডাল তেল ও মসল্লা বীজ উৎপাদন সংরক্ষণ বিতরন প্রকল্পসহ পটুয়াখালী, বরিশাল, ভোল,া বরগুনা,ঝালকাঠি, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের ০৭ জেলা অর্থায়নে (৩য় পর্যায়ে) খামার জাত সংরক্ষণ প্রদর্শনীয় দিবস অনুষ্ঠিত হয়েছে।