বাউফলে গ্লোরিয়াস-৯৭’র শিক্ষা বৃত্তি প্রদান

কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে মেধা ভিত্তিক শিক্ষা বৃত্তি প্রদান করেছে বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের “গ্লোরিয়াস- ৯৭” নামের একটি সংগঠন। বুধবার বেলা ১২টায় বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মোঃ ইউসুফ আলী হাওলাদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আঃ কাদের ও ঢাকা পঙ্গু হাসপাতালের রেজিস্টার্ড ইনচার্জ বাহাউদ্দিন আল মামুন, সাবেক সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান গাজী প্রমূখ। অনুষ্ঠানে ১ম থেকে ১০ম শ্রেনীর মোট ৩৩ জন কে দুই হাজার টাকা করে বৃত্তি ও ক্রেষ্ট দেয়া হয়। এ ছাড়াও উপস্থিত শতাধীক শিক্ষার্থীদের মধ্যে থেকে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ৭জনকে পুরস্কার প্রদান করা হয়। বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৭ সালের ব্যাচ কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠনটি ২০১২ সাল থেকে ইতোমধ্যে ১৪২জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি সহ বিভিন্ন মসজিদ মন্দির ও কন্যাদায়গ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে আসছে।