বাউফলে পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধণ

কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদ দাতা ঃ  পূর্ব বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সূর্য্যমনি ইউনিয়নের গোয়ালিয়াবাগা গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তোভোগী ফোরকান ফরাজি । ভুক্তোভোগী ফোরকান বলেন, গোয়ালিয়াবাগা গ্রামে আমার নিজ পুকুরে চার-পাঁচ বছর পর্যন্ত রুই, কাতল,তেলাপিয়া, সিলভাারকাপসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছি। আজ শনিবার সকালে আমার বড় ভাই ফকু ফরাজি পুকুরে খাবার দিতে গিয়ে মাছগুলো মৃত অবস্থায় পানিতে ভাসতে দেখে আমাকে খবর দেন। পরে আমি গিয়ে দেখি পানিতে বিক্রিয়ায় মাছগুলো মারা গেছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য রাতের আধাঁরে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।