বাল্যবিবাহে নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল তামান্না খানম (১৩) নামে এক মেধাবি ছাত্রী।

 

শুক্রবার এই ঘটনা ঘটে। তামান্না খানম উপজেলার টুটাপাড়া গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে ও কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির মেধাবি ছাত্রী।

 

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার উপজেলার টুটাপাড়া গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে তামান্না খানমের সঙ্গে হিরন গ্রামের নূর ইসলাম মুন্সীর ছেলে মামুন মুন্সীর বিয়ের দিন ধার্য ছিল। সেই উপলক্ষে বাড়িতে আয়োজন করা হয় বিয়ের। আসতে থাকে আত্মীয়স্বজন ও বর পক্ষ। তবে এতে বাধ সাধে কোটালীপাড়া উপজেলা প্রশাসন।

 

বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন ওই মেয়ের বাবা আব্দুল রাজ্জাকের বাড়ি উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এতে বাল্যবিবাহ থেকে রক্ষা পায় ওই ছাত্রী। পরে বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে ওই ছাত্রীর মা খুরশিদা বেগমকে এক হাজার টাকা জরিমানা করেন।